
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ আগস্ট ২০২২ | 285 বার পঠিত | প্রিন্ট
শোকাবহ আগস্ট মাসের কর্মসূচি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্য করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার (৩১ আগষ্ট) দিনব্যাপী উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভায় আওয়ামীলীগের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকদির খলিফা কাজলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক মনির হোসেন বাবুল, মোঃ সেলিম ভূঁইয়া, যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মোমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।
এছাড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের স্থানীয় গাজীর বাজার বাসস্ট্যান্ডে দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজার শামসুল হক মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, হীরাপুর শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাছির চৌধুরী, দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাঈম আহমেদ নীর, যুগ্ন আহবায়ক এইচএম পারভেজ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্য করার দাবি জানান। তাছাড়া ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর করার দাবীও জানান।
Posted ৪:৩৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ আগস্ট ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |