
| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯ | 911 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
‘অভিগম্য আগামীর পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন এবং আখাউড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসসার তাহমিনা আক্তার রেইনা।
আখাউড়া উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আল আমিনের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আফসানা পারভীন, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কনসালট্যান্ট ডা. এ. এইচ. মামুন ভূইয়া, প্রত্যাশী প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার সমদ্দার, শিক্ষক রুমা ঘোষ, রুনা আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়। প্রতিবন্ধীদেরকে অবহেলা না করে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। চিকিৎসার পাশাপাশি আদর-স্নেহ দিয়ে তাদের যত্ন নিতে হবে।
Posted ৬:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম