
| সোমবার, ৩১ মে ২০২১ | 1589 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।সোমবার সকালে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে শিপন দেওয়ানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে শিপন দেওয়ান বলেন, গত (২৮মে) শুক্রবার সকাল ৯টায় দেবগ্রাম পূর্বপাড়া দেওয়ান আমিনের বাড়িতে বসত বাড়ীর সীমানা নিস্পত্তির শালিসি সভায় আমার বক্তব্য চলাকালে উতপেতে থাকা সন্ত্রাসী দেওয়ান জালাল ঊদ্দীনের হুকুমে তার পাঁচ ছেলে আমি ও আমার ছোট ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়।তাদের উপর্যুপরি হামলায় আমার বাম পা ভেঙ্গে যায়।এবং আমার ছোট ভাইসহ পরিবারের সকলে মারাত্মক জহম হয়।
পরবর্তীতে তাদের হামলা থেকে বাঁচতে আমি ও আমার পরিবার থানায় আশ্রয় নেই এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।কিন্তু এখনো আসামীদের কাউকে গ্রেফতার করা হয়নি।আসামীরা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তিনি আসামীদের গ্রেফতার করে সঠিক তদন্ত ও প্রচলিত আইনে ন্যায় বিচার পাবার আকুল আবেদন জানান।
এসময় সংবাদ সম্মেলনে শিপন দেওয়ানের বাবা ও চাচারা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে মোঠোফোনে জানতে চাওয়াহলে ঐ বিচারের শালিসি কারক ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ বাবুল মিয়া মিটিংয়ে আছি বলে এড়িয়ে যান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
Posted ৭:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম