
| সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ | 1309 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নদী, খাল ও জলাশয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
আজ সোমবার আখাউড়া মনিয়ন্ধ ইউনিয়নেরশৌনলোহঘর বিজনা খালের ৩ কিলোমিটার জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডেরযৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদকার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়াজেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: ইলিয়াছমেহেদি, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: ইলিয়াছ মেহেদি জানান, দেশের ৬৪জেলার অভ্যন্তরে যেসব ছোট নদী, খাল ও জলাশয়সমুহ খনন কাজের উদ্যোগ নিয়েছে সরকার সেসবজায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশহিসাবে আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বিজনা খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, আখাউড়ায় যেসব খাল, নদীও জলাশয় খনন করা হবে সেগুলোর অবৈধ স্থাপনাপর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আজ বিজনা পার্ট–এখালের অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে।
আখাউড়া সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান জানান,তিন কিলোমিটার বিজনা খালেরশৌনলোহঘর এলাকার ৫০০ মিটার জায়গায় ৬টিপাকা ও কাচা ঘরবাড়ি, অসংখ্য গাছপালা, ভরাটমাটি উচ্ছেদ হয়েছে।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম