
| রবিবার, ০৪ নভেম্বর ২০১৮ | 885 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম:
আখাউড়ায় জহিরুল ইসলাম ভুইয়া রনি (৩০) নামে এক ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগে আজ রোববার সন্ধ্যায় আখাউড়া গাজীরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল ইসলাম।
তিনি আরো জানান, আখাউড়া দক্ষিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম রনির বিরুদ্ধে নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আজ সন্ধ্যায় গাজীর বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আগামীকাল সোমবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন।
Posted ৩:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৪ নভেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক