
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ | 209 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় “মঙ্গল শোভাযাত্রা”ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১লা বৈশাখ ১৪২৯ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ(১৪ এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি “মঙ্গল শোভাযাত্রা”বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
“মঙ্গল শোভাযাত্রায়” মুক্তিযোদ্ধাগণ,উপজেলা শিল্পকলা একাডেমি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
“মঙ্গল শোভাযাত্রা” শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমিসহ উপজেলার সংগীতশিল্পী ও নিত্য শিল্পীর অংশগ্রহণ করে।
Posted ১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |