
| বুধবার, ০৫ জুন ২০১৯ | 1813 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫ মিটিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ বুধবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই গ্রামের কাউয়ুম মিয়ার স্ত্রী সাহেরা বেগম ও তার বড় ছেলে আবুল কাশেম।
নিহতের ছেলে মাদরাসা শিক্ষক হাসান বলেন, বিকেল পৌনে ৫টায় নিজ বাড়িতে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই মা মারা যান। মায়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই আবুল কাশেম ১৫ মিনিটের ব্যবধানে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনিও মারা যান।
আবুল কাশেমের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম