
| শনিবার, ০৮ আগস্ট ২০২০ | 376 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক, এ প্রতিপাদ্য নিয়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান হয়ছে।
আজ শনিবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলায়তনে নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ নূর-এ-আলম এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জমসেদ শাহ্, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মেসবাহ উল আলম, আখাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া, কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু প্রমূখ।
এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।এসময় তারা সেলাই মেশিন পেয়ে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন পরে বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম