
| রবিবার, ২৩ মে ২০২১ | 855 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট এক ভয়াবহ সমস্যা হয়ে দেখা দিয়েছে। একবার লোডশেডিং হলে বিদ্যুৎ আসে ২-৩ ঘণ্টা পর। বিদ্যুতের লোডশেডিং দিন কতবার হয় তার কোন হিসাব নেই।
আবার আকাশে সামান্য মেঘ দেখা দিলে কিংবা সামান্য বৃষ্টি হলে তো কথাই নেই- কয়েক ঘণ্টার আগে দেখা মেলে না বিদ্যুতের।এদিকে বিদ্যুতের ভেলকিবাজিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আখাউড়া পল্লীবিদ্যুতের ডিজিএম আবুল বাশারকে নিয়ে সমালোচনার ঝর বইছে।
কখনো ঘোষণা দিয়ে, আবার কখনো ঘোষণা ছাড়াই লাইন সংস্কারের নামে সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এভাবে দিনে-রাতে কয়েকবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে উপজেলাবাসী। দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনার শিকার হলেও কোনো প্রতিকার পাচ্ছে না আখাউড়ার বিদ্যুৎ গ্রাহকরা।
পৌর এলাকাসহ উপজেলার উত্তর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন, মোগড়া, মনিয়ন্দ, ধরখার ইউনিয়ন ও সদর উপজেলায় প্রতিদিন গড়ে ৪-৫ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নষ্ট হচ্ছে ফ্রিজ, টিভি, ফ্যানসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি। এছাড়া সংস্কারের নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় বাড়ছে ভোগান্তি।
ভোক্তবোগীরা জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে সমস্যা হচ্ছে,দোকানদারদের ফ্রিজের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে,বিভিন্ন ওয়ার্কশপে কাজ করতে পারছেনা ফলে তাদের শ্রমিকরা বসে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে আখাউড়া পল্লীবিদ্যুতের ডিজিএম আবুল বাশার জানান, আখাউড়ায় বিদ্যুতের কোন লোডশেডিং নেই।গ্রিডে ব্রেকার পুড়ে গেছে।তিন লাইনের পরিবর্তে দুই লাইনে বিদ্যুৎ আসায় ঘাটতি দেখা দিয়েছে। বাধ্য হয়ে লোডসেটিং দিতে হচ্ছে।
সারাদেশের মানুষ বিদ্যুৎ খাতের সুফল ভোগ করলেও বঞ্চিত হচ্ছে আখাউড়ার মানুষ। এতে ভুক্তভোগীদের মধ্যে বাড়ছে ক্ষোভ।অতিভ্রত বিদ্যুতের লোডশেডিংয়ের সমস্যা সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সংশিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে উপজেলাবাসী।
Posted ২:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৩ মে ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |