
| বুধবার, ১৩ জুন ২০১৮ | 1290 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: আজ বুধবার সকালে আখাউড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত মো: রুবেল(১৮) নামে এক মাদক বিক্রেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, বিজিবি ২৫ ব্যাটালিয়ন সদস্যদের সহায়তায় দুপুর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর গ্রামে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় ১৬ পিস ইয়াবাসহ মো: রুবেল মিয়াকেকে আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতা মো: রুবেল মিয়াকে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯১ (১) এর ৯ (ক) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে তাকে। দন্ডপ্রাপ্ত মো: রুবেল নবীনগর উপজেলার কোনাপুর গ্রামে। তার পিতার নাম মো: লোক্কু মিয়া। তাৎক্ষনিক মাদক বিক্রেতাকে সাজা দেওয়ায় স্থানীয় লোকজন ভ্রাম্যমাণ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান মো: কামাল ভুইয়া, বিজিবির মনিয়ন্দ ক্যাম্পের ইনচার্জ জুনিয়র কমান্ডিং কর্মকর্তা সুবেদার মো: বদরউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, মনিয়ন্দ এলাকার বেশ কিছু পয়েন্ট দিয়ে ইয়াবা সহ মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। ভ্রাম্যমান আদালত এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়। সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |