
| মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮ | 577 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হক এমপি মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ মঙ্গলবার বিকাল ৩টায় আখাউড়া উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে আনন্দ উৎসবমুখর পরিবেশে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
সহকারী রির্টানিং অফিসার ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের হাতে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আইনমন্ত্রীর পিএস মোহাম্মদ মাসুম, এপিএস রাসেদুল কাউছার জীবন, পিও সফিকুল ইসলাম সোহাগ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ড. এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদে হোসেন, পিয়ারা বেগম পিওনা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল,প্রমূখ
এর পরে বিকাল সাড়ে ৪টায় আইনমন্ত্রী আখাউড়া সিরাজুল হক মুক্তমঞ্চে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক