
| বুধবার, ০৪ জুলাই ২০১৮ | 2418 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী ধন মিয়া (৩০) নামে এক ব্রাজিল সমর্থককে গ্রেফতার করেছেআখাউড়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। শরীরে ব্রাজিলের পোষাক থাকায় বিষয়টি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আখউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারসহ একদল পুলিশ আখউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এই অভিযানের সময় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী ব্রাজিল সমর্থক আখাউড়া হীরাপুর গ্রামের কালা মিয়ার পুত্র ধন মিয়া (৩০)কে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার পড়নে ব্রাজিলের পোষাক ছিল।
স্থানীয়রা জানায়, ব্রাজিলের পোষাক পরিহিত অবস্থায় গ্রেফতারের বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি এখন এলাকার মানুষের মুখে মুখে। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার মুড়ে মুড়ে ব্রাজিল সমর্থক গ্রেফতারের বিষয়টি আলোচিত হচ্ছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান,আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযান চলছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।
Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |