
| শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০ | 490 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে আগামীকাল(৬ ডিসেম্বর ) রবিবার মুক্তদিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
আজ (৫ডিসেম্বর)শনিবার সন্ধ্যায় উপজেলা প্রসাশন ও আখাউড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে পৌরশহরের মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এ মোমবাতি প্রজ্জলনের আয়োজন করা হয়।
মোমবাতি প্রজ্জলনের আনুষ্ঠানিকতায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম,আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মো:জয়নাল আবেদীন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জমশেদ শাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া,কেন্দ্রে বাছাইকৃত আখাউড়া পৌরসভার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মেদ নিজামী,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাখাওয়াত হোসেন স্বাধীন সহ মুক্তিযোদ্ধা,সাংস্কৃতিক কর্মী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার ও মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গন নামে খ্যাত আখাউড়া পাকিস্তানি হানাদারমুক্ত হয়। ৫ ডিসেম্বর সারা দিন-রাত তুমুল যুদ্ধের পর ৬ ডিসেম্বর আখাউড়া সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয়। পরে আখাউড়া ডাকঘরের সামনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধকালীন পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রধান জহুর আহাম্মদ চৌধুরী।
মুক্তদিবস উপলক্ষে(৬ডিসেম্বর) রবিবার সকালে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পরে উপজেলা ডাকঘরের সামনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
Posted ১:০২ অপরাহ্ণ | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম