
রওনক ইসলাম | বুধবার, ২৮ জুন ২০২৩ | 313 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে দুস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে যুবদল।
আজ বুধবার (২৮ জুন) দুপুরে মোগড়া ইউনিয়ন প্রবাসী যুব দলের পৃষ্ঠপোষকতায় উপজেলার মোগড়া বাজার এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ ফারুক মেম্বারের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আখড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া। মোগড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মোগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জদু মিয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ।এ সময় ৫০টি পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
Posted ৪:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুন ২০২৩
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম