
| বুধবার, ০৫ আগস্ট ২০২০ | 554 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পূত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন হয়েছে।
আজ বুধবার (৫ আগষ্ট)বিকালে উপজেলা পরিষদ চত্বর মাঠে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া,পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম,যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মুমিন বাবুল,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দীন,উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, সমাজ সেবা কর্মকর্তা আফসানা পারভীন প্রমূখ।
বৃক্ষরোপন উদ্ভোধনের পূর্বে অতিথিরা সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করে।পরে বঙ্গবন্ধুর পরিবার ও শেখ কামালের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম