
| শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ | 891 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী মূল্যবোধ আর্তমানবতায় সমাজ উন্নয়নে সেবা মূলক প্রতিষ্ঠান সরকারী নিবন্ধনপ্রাপ্ত খাদেম ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পৌরশহরের খড়মপুর গ্রামে খাঁদেম ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি এম,এন,এইচ দুলাল খাদেমের নিজস্ব অর্থায়নে খাদেম ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
খাদেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম,এন,এইচ খাদেম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক সোরওয়ার্দী খাদেম সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কাউন্সিলর কাজী নাসির উদ্দিন খাদেম লিটন।
উদ্বোধন শেষে খাদেম ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার ৩০০ জন দুস্থ অসহায় মানুষের মাঝে একটি করে কম্বল, বালতি ও মগ দেওয়া হয়।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম