
| শনিবার, ০৭ নভেম্বর ২০২০ | 517 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
দৈনিক যায়যায়দিন পত্রিকার আখাউড়া প্রতিনিধি সংবাদিক হাজী হান্নান খাদেম ও আখাউড়া নাছরীননবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপ্না সিফাতের পিতা কাজী জোহর আলী খাদেম আর নেই। আজ শনিবার ভোর ৫টায় আখাউড়া পৌরসভার খড়মমপুর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহির ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর খড়মপুর মাজার শরীফ মাঠে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে সাংবাদিক হান্নান খাদেমের পিতার মৃত্যুতে আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ করেছেন। আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম এবং আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জুয়েল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ অমিত হাসান আবির পৃথক বিবৃতিতে সাংবাদিক সমাজের পক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Posted ৮:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম