
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | 491 বার পঠিত | প্রিন্ট
দীর্ঘ দেড় বছর পর স্কুলে ফিরতে পেরে আনন্দিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিক্ষার্থীরা।আজ ১২ সেপ্টেম্বর সকাল থেকেই উৎসবমুখর অবস্থা দেখা গেছে উপজেলার স্কুলগুলোতে।
ক্লাস চালু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম আনন্দ উল্লাস দেখা গেছে।ফুরফুরে মেজাজে ছিলেন অভিভাবকরাও।
সরজমিনে গিয়ে গেছে,উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,নাসরিন নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়,দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্কুল ও কলেজে প্রবেশ করাচ্ছে শিক্ষকরা। স্কুলের বা কলেজের ফটকে রাখা আছে হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা।দেওয়া হচ্ছে মাস্ক।পরীক্ষা করা হচ্ছে তাপমাত্রা।
দীর্ঘদিন পর বিদ্যালয়ে পা রেখেই আনন্দ-উচ্ছাস প্রকাশ করে শিক্ষার্থীরা। সবারই চোখে-মুখে ছিল খুশির ঝিলিক।দীর্ঘদিন পর স্কুলে ছেলেমেয়েদের নিয়ে এসে খুশি অভিভাবকরাও।
আখাউড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম বলেন,বিদ্যালয়গুলোর পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তুষ্ট জনক।স্বাস্থবিধি মানার ক্ষেত্রে বিভিন্ন স্কুলের পরিবেশগুলো ভাল ছিল।শ্রেণীকক্ষে প্রবেশ করার পূর্বে শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার ব্যবস্থা স্যানিটাইজার ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা,মাস্ক ব্যবহার করানো হচ্ছে।সরকারি বিধি মেনে শ্রেণিকক্ষে ক্লাস পরিচালনা করছেন শিক্ষকরা।
Posted ৫:১৫ অপরাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |