
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ | 335 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন অবস্থায় মাদক বহন করার অপরাধে তিন মাদকসেবীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে পৌরসভার কোড্ডা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
এসময় মো: ফখরুল ইসলাম (২০)মোঃ সীমান্ত লাদেন (২০) ও মোঃ বায়েজিদ (২৩)কে মাদক সেবন ও বহন করার অপরাধে প্রত্যেককে এক মাস করে কারাদন্ড ও ১০০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এর আগে থানা পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে।আখাউড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কে মাদক নিয়ন্ত্রণ আইন ২০২৮ এর ৩৬(৫)এরএর ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। তাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৭:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম