
| বুধবার, ০৩ জুলাই ২০১৯ | 388 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের নূরপুর লামারবাড়ি এলাকায় সড়কের মাঝখানে আধা কিলোমিটার দুরত্বের মধ্যে ৩-৪টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে।
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এ রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝে মধ্যেই ঘটছে কিছু দূর্ঘটনা।
এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, অটোভ্যান, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল করে। রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি থাকায় মাঝে মাঝেই অনেক যানবাহন দুর্ঘটনায় পড়ে।
দুরন্ত নামের বাসের চালক বিল্লাল ও ট্রাক চালক ইব্রাহীম মিয়া বলেন, রাস্তার ওপর আধা কিলোমিটারের মধ্যে ৪টি বিদ্যুতের খুঁটি থাকায় এখানে এসে গাড়ির গতি কমিয়ে দিতে হয়। ডাবল গাড়ি সাইড দিতে গিয়ে বেশি ঝুঁকি পোহাতে হয়। পর্যাপ্ত আলো না থাকায় রাতে চলাচলে ঝুঁকি আরও বেড়ে যায়।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন বলেন, এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে তারা বলেন খুব শীঘ্রই এই বিদ্যুতের খুঁটির সরানোর কাজ শুরু হবে।
আখাউড়া পল্লীবিদ্যুৎ সমিতি জোনের ডিজিএম আহম্মেদ শাহ আল জাবের জানান,আখাউড়ার রাস্তার উপর থাকা সকল বিদ্যুতিক খুঁটি সরানোর কাজের টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কিছুদিনের মধ্যে খুঁটি সরানোর কাজ শুরু হবে বলে আশা করছি।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |