
| বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | 630 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারত থেকে আগত যাত্রীদের করোনা ভাইরাস শনাক্তকরন পদ্ধতি যথাযথ আধুনিক নয় বলে সন্দেহ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।
এতদিন যাত্রীদের আচার-আচরণ ও জিজ্ঞাসাবাদ করে স্থলবন্দরে স্থাপিত মেডিকেল টিম কাজ করে গেছে তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে একটি ডিজিটাল থার্মোমিটার দিয়ে কাজ করছে মেডিকেল ডেস্ক।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো: মোশারফ হোসেন বলেন,আজ বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া ইমিগ্রেশন মেডিকেল হেলথ ডেস্কে একটি ডিজিটাল থার্মোমিটার যুক্ত হয়েছে যা দ্বারা বাংলাদেশে আগমনী যাত্রীদের ভাল ভাবে পরীক্ষা করা যাবে এবং কতটুকু জ্বর আছে তা নীরিক্ষা করা যাবে।
জানা গেছে, ডিজিটাল থার্মোমিটার হল আগের যে প্রচলিত থার্মোমিটার ছিল তারই আপডেট ভার্সন এটা দিয়ে শরীরের তাপমাত্রা সহ শরীরের অন্যান্য ক্রিয়া নির্ধারণ করা যায় শরীরের কোন স্পর্শ ছাড়াই, এবং এটি রিচার্জেবল ব্যাটারি দ্বারা পরিচালিত হয়।
এই ডিজিটাল থার্মোমিটারে সরাসরি করোনা ভাইরাস সনাক্ত করে না। করোনা ভাইরাস সনাক্ত করতে হলে রক্ত পরীক্ষা সহ আরো অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষা প্রয়োজন।
আখাউড়া স্থলবন্দরে যেভাবে করোনা ভাইরাস সনাক্ত করার কাজ করছে মেডিকেল টিম তা যথেষ্ট সঠিক পদ্ধতি নয়, এর ফলে ভাইরাস আক্রান্ত ভারতীয় যাত্রী কারো অজান্তেই বাংলাদেশ প্রবেশ করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম