মো:অমিত হাসান অপু#
আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামিলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ৩জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল কাসেম ভূইয়া, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:মোরাদ হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোছা:আলেয়া বেগম।
মনোনয়ন সংগ্রহ কালে উপস্থিত ছিলেন আখাউড়া আওয়ামিলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন যুগ্ন আহ্বায়ক মো:সেলিম ভূইয়া যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো:জালাল উদ্দীন মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো:কামাল উদ্দীন ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দীন বেগ সাপলু সাবেক সভাপতি সৈয়দ তানজিল শাহ যুবলীগ নেতা জাহিদ হাসান প্রমূখ।
উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান জানান উপজেলা নির্বাচনে অংশগ্রহন কারি প্রার্থীরা আগামী ৪ মার্চ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ এবং দাখিল করতে পারবেন। ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।