
| বৃহস্পতিবার, ০১ নভেম্বর ২০১৮ | 439 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের মা জাহানারা বেগম মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১লা নভেম্বর ২০১৮ইং বৃহস্প্রতিবার সকাল ১১টায় তিনি ঢাকা মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। জাহানারা বেগম কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের মায়ের মৃত্যুতে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, বিশিষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলামসহ আখাউড়া প্রেসক্লাবের সাংবাদিকরা তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ নভেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক