
| শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮ | 502 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
আজ শনিবার সকালে আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
এসময় উদ্বোধক উম্মে শবনম মোস্তারী বলেছেন, বর্তমান সময়ে টেলিভিশন সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব সংবাদ টেলিভিশনের মাধ্যমে দ্রুত পৌছে যাচ্ছে মানুষের কাছে। তিনি সবসময় আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নুরুন্নবী ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন আখাউড়া সাব-রেজিষ্ট্রার তাজনুভা জান্নাত, কালের কন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আখাউড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি জুটন বনিক, সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাদল আহাম্মদ খান রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক সমীর চক্রবর্তিসহ সাংবাদিকবৃন্দরা।
Posted ৮:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক