
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ এপ্রিল ২০২২ | 261 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সোনালী ব্যাংক আখাউড়া শাখার নিয়ন্ত্রণাধীন স্থলবন্দরে অবস্থিত বিদ্যমান ট্রাভেল ট্যাক্স বুথে ট্রেজারি চালান কার্যক্রমের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
আজ(২০ এপ্রিল) বুধবার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেড আখাউড়া শাখার আয়োজনে স্থল কাস্টম স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সোনালী ব্যাংক আখাউড়া শাখার ম্যানেজার মোঃ শহিবুর রহমানের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া প্রিন্সিপাল অফিস এর ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড কুমিল্লা শাখার জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া স্থল কাস্টম স্টেশনের ডেপুটি কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ, আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা (ট্রাফিক) মোঃ মুস্তাফিজুর রহমান, ইমিগ্রেশন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মোঃ মোবারক হোসেন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান খলিফা, আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শাহ নোমান সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আখাউড়া স্থলবন্দরে ট্রেজারী চালানের উপ অফিস উদ্বোধনের মাধ্যমে স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম ও যাত্রীদের ব্যাগেজ সুবিধার বাইরে ডিএম কৃত মালামালের ট্রেজারি চালানোর সময় কম লাগবে এবং বন্দরের সার্বিক কার্যক্রমে গতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২০ এপ্রিল ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |