
অমিত হাসান অপু: | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ | 333 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জনপ্রিয় জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সপ্তম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৬ নভেম্বর ) বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ অমিত হাসান আবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, দৈনিক যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম,দৈনিক ইত্তেফাকের আখাউড়া প্রতিনিধি ফজলে রাব্বি, দৈনিক দেশ রুপান্তরের আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুন,দৈনিক আজকালের খবরের আখাউড়া প্রতিনিধি মো:জুয়েল মিয়া , দৈনিক বাংলাদেশ বুলেটিনের আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ,দৈনিক আমাদের নতুন সময়ের আখাউড়া প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, দৈনিক আমাদের বাংলার আখাউড়া প্রতিনিধি ইসমাইল হোসেন,দৈনিক ভোরের দর্পণের আখাউড়া প্রতিনিধি জুনায়েদ হুসেন পলক ,দৈনিক বাংলাদেশের আলোর আখাউড়া প্রতিনিধি শাহাব উদ্দিন রিফাত সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা প্রতিদিনের আখাউড়া প্রতিনিধি আল আমিন।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে ঢাকা প্রতিদিন দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে।এই পত্রিকায় দেশের বিভিন্ন ঘটনা তাৎক্ষনিকভাবে জানা যায়।সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনে বেশ সুনাম অর্জন করেছে ঢাকা প্রতিদিন ।
প্রতিষ্ঠানটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে অবদান রাখার প্রত্যাশা করেন বক্তারা। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে মিষ্টি বিতরণ করেন।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |