
| সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ | 636 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ০৪ বোতল মাদকদ্রব্য জাতীয় স্কফ সিরাপ সহ ৬ যুবক যুবতীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (১৩ ডিসেম্বর) রাতে আখাউড়া থানার এসআই মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ রাত্রী কালীন মনিয়ন্দ ইউনিয়ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করার সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার সরকার পাড়ার মোবারক চৌধুরীর মেয়ে মাহি আক্তার মাহি(২২),বণিকপাড়ার নেহার মিয়ার মেয়ে নিশা আক্তার (২২) ও মৃত জালাল মিয়ার মেয়ে সানজিদা আক্তার পায়েল (১৮),আখাউড়ার নিলাখাদ গ্রামের আব্দুল হকের ছেলে ইকরাম হোসেন প্রকাশ একরাম (২০),মনিয়ন্দ গ্রামের আব্দুল মালেকের ছেলে কামরুল হাসান (২০)এবং একই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ইকরাম হোসেন হৃদয় (২২)।
এই বিষয়ে নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রসুল আহমেদ নিজামী জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ বোতল ভারতীয় নিষিদ্ধ স্কফ সিরাপসহ রবিবার রাতে তাদের কে আটক করা হয়। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালত পাঠানো হয়েছে।
Posted ২:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম