
| বৃহস্পতিবার, ০৯ আগস্ট ২০১৮ | 1329 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম: আগামীকাল ১০ আগষ্ট ২০১৮’ শুক্রবার থেকে আখাউড়া খড়মপুর শাহপীর কল্লাহ শহীদ (র:) মাজারে সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ মোবারক শুরু হবে।
ওরশকে কেন্দ্র করে মাজার এলাকায় ভক্ত আশেকানদের ভীড় বাড়ছে। এবারও ওরশে লক্ষ লক্ষ ভক্ত আশেকানদের জমায়েত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
এদিকে খোজ নিয়ে জানাগেছে, হযরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রঃ) প্রকাশ্যে শাহপীর কল্লাহ শহীদ(রঃ) মাজারে সপ্তাহ ব্যাপী ওরশের সময় প্রতিদিন হালকা জিকির, ওয়াজ নসিহত, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত আশেকান ইতিমধ্যে মাজারে আসতে শুরু করেছে। ট্রেন, সড়ক ও নৌপথে মানুষ আসছে।
খোজ নেয়ার সময় দেখাগেছে, মাজারের কাফেলাগুলো ওরশ উপলক্ষ্যে নতুন করে সাজানো হচ্ছে। বিশাল এলাকাজুড়ে গড়ে উঠছে বিভিন্ন ধরনের দোকানপাট। আইন শৃংখলা রক্ষায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন।
মাজার কমিটির সদস্য হাসান খাদেম জানায়, আগামী ১৪ আগষ্ট মঙ্গলবার বিশেষ মোনাজাত ও ১৬ আগষ্ট ভোরে ওরশের সমাপ্ত হবে।
তিনি আরো জানান, ওরশে এবারও লাখো মানুষের সমাগম ঘটবে। ইতিমধ্যে ওরশ উপলক্ষ্যে দুর দূরান্ত থেকে ভক্ত-আশেকানদের আগমন শুরু হয়েছে।
Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ আগস্ট ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক