
| শুক্রবার, ০৬ জুলাই ২০১৮ | 1498 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: একদিনের সফরে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি আজ আখাউড়া ও কসবায় আসছেন। আখাউড়া মনিয়ন্দ স্কুল ভবন উদ্বোধন, কসবা উপজেলা মহিলা সংস্থার ভাতা প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগদানসহ আখাউড়া ও কসবা উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান জানিয়েছেন এই তথ্য।
তিনি আরো জানান, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি আজ সকাল সাড়ে ১০টায় ট্রেনে আখাউড়ায় এসে পৌছবেন। এসেই তিনি স্কুলের নতুন ভবন উদ্বোধন করতে চলে যাবেন আখাউড়া মনিয়ন্দ গ্রামে। পরে সকাল ১১টায় কসবা উপজেলা মহিলা সংস্থার ভাতা প্রদান অনুষ্ঠান ও দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মন্ত্রী যোগদান করবেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আখাউড়া রেলস্টেশন থেকে ট্রেনে মন্ত্রী ঢাকায় ফিরবেন।
মন্ত্রীমহোদয়ের সফর সঙ্গী হিসাবে থাকবেন একান্ত সচিব এম মাসুম, সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট রাসেদুল কাউছার জীবনসহ জনসংযোগ কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা এবং কর্মচারীগণ
Posted ২:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক