
| মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | 452 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো২৪ ডেস্ক:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে ১৭ দিন থাকার পর মা-মেয়েসহ তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে ছাড়পত্র দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়ি পাঠানো হয়েছে।
সুস্থ হওয়াদের একজনের বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়। মা–মেয়ের বাড়ি আখাউড়া উপজেলায়। এর আগে সুস্থ হয়ে ওঠা দুজনকে গত রোববার ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়। এ নিয়ে জেলার করোনার আইসোলেশন থেকে সুস্থ হয়ে পাঁচজন বাড়ি ফিরলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় আজকে দুপুর পর্যন্ত ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মৃত তিনজন। বতর্মানে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে আছেন ১৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, তিনজনকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তাঁদের প্রথম নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছিল। তাই তাদের আইসোলেশনে আনা হয়েছিল। পরে দুই দফায় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। তাঁদের মধ্যে মা ও মেয়ে নারায়ণগঞ্জ থেকে আখাউড়ায় এসেছিলেন এবং অন্যজন চট্টগ্রাম থেকে জেলার বিজয়নগরে আসেন।
এই চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে ছাড়পত্র পাওয়াদের আগামী ১৪ দিন নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে। তাঁরা অন্য সাধারণ মানুষের মতো আগামী ১৪ দিন চলাফেরা করতে পারবেন না। করোনাভাইরাস শনাক্ত হলেও শুরু থেকেই তাঁদের কারও মাঝেই কোনো উপসর্গ ছিল না।
জেলার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে মোট পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া পাঁচজনই পুরোপুরি সুস্থ আছেন।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম