মো আনিছুর রহমান:
বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার পিএমজেএফ এর মা সালেহা খাতুন গতকাল রাত ৮:৩০ মিনিটে এপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন…। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর। মুত্যুকালে তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে যান।
লায়ন বাশারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আখাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো তাকজিল খলিফা কাজল, যুগ্ন আহ্বায়ক মো আতাউর রহমান নাজিম, আইনমন্ত্রী আনিসুল হকের পিও শফিকুল ইসলাম সোহাগ,মোগড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি প্রার্থী মো জাহাঙ্গীর আলম, মোগড়া ইউপি যুবলীগ সভাপতি প্রার্থী মো আনিছুর রহমান, ছাএলীগ সভাপতি সামসুল আলম সোহেল প্রমুখ। লায়ন বাশার বাংলাদেশে ডিজিটাল শিক্ষার উন্নয়নে এক অগ্রণী ভুমিকা পালন করে আসছেন।
মরহুমার ১ম জানাযা আজ শনিবার সকাল ৮:৩০ মিনিটে বারিধারাস্থ জে-ব্লক, ১ নম্বর রোড, শাহজাদপুর (ক্যামব্রিয়ান কলেজের পাশে) অনুষ্ঠিত হবে।
২য় জানাযা ব্রাহ্মণবাড়িয়া শহরে উলচাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বাদ যোহর এবং ৩য় জানাযা আখাউড়া, গঙ্গাসাগর, দরুইন গ্রামে নিজ নামে প্রতিষ্ঠিত মাদ্রাসাতু সালেহা খাতুন মাঠে বাদ আসর অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।