
| মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ | 678 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া আলো ২৪ ডেস্ক#
স্বাধীনতা দিবস উপলক্ষে রপ্তানি খাতে বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াস্থলবন্দরে আজ মঙ্গলবার এক দিনের জন্য আমদানি–রফতানি বন্ধরয়েছে।
উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার স্থল বন্দরেরসকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা দেন বন্দর কর্তৃপক্ষ।
তবে এ সময় আখাউড়া–আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়েদু’দেশের বৈধ পাসপোর্ট–ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলেজানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ।
আখাউড়া স্থলবন্দরের আমদানি–রফতানিকারক অ্যাসোসিয়েশনেরসাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেনস্বাধীনতা দিবস উপলক্ষে আজ আখাউড়া স্থলবন্দরে আমদানি–রফতানিবন্ধ রয়েছে। দুই দেশের ব্যাবসায়িদের পরামর্শে আজ মঙ্গলবার আখাউড়াস্থল বন্দরের পণ্য আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।আগামীকালবুধবার থেকে আমদানি–রফতানি পূণরায় শুরু হবে।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অর্ধশতাধিকপণ্য রফতানি হয়ে থাকে।
Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক