
রওনক ইসলাম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | 389 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে মোহাম্মদ নুরুল আলম (৬৪) এবং মো:মাসুদ মিয়া (৪৪) নামে দুই আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযান পরিচালনা করে দুপুরে ও রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ নুরুল আলম উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের খারকোট গ্রামের মো,সোনা মিয়ার ছেলে ও সাবেক আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মোঃ মাসুদ মিয়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল হক ভূইয়ার ছেলে ও যুবলীগের সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ও রাতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়ন ও পৌরশহরের সড়ক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা বিস্ফোরক আইনের মামলার তদন্তেপ্রাপ্ত আসামী।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদের নাশকতা মামলায় আদালতে সোর্পদ করা হয়েছে। অপরাধী যেই হোক সবাইকে আইনের আওয়াতায় আনা হবে।
Posted ৩:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম