
| শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ | 511 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪.কম#
আইনমন্ত্রী এড. আনিসুল হকের ছোট ভাই মরহুম আরিফুল হক রনির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকালে পৌরভবনে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী এড. আনিসুল হক।
অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল কাসেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রাসেদুল কাউছার ভূইয়া প্রমুখ।
পরে মরুহমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
14
Posted ২:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক