
| শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯ | 620 বার পঠিত | প্রিন্ট
জালাল হোসেন মামুন#
ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ারা উপজেলায় ধানের জমি থেকে অানুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার বিলে অবস্থিত শশ্মান সংলগ্ন সদ্য রোপন করা ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মাসুদ আলম জানান, সদ্য রোপন করা ধানের জমিতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, বিবস্ত্র অবস্থায় মরদেহটিকে জমিতে ফেলে রাখা হয়। মরদেহের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা
সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Posted ১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক