
| বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | 564 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আখাউড়া পৌরসভা ৬ নং ওয়ার্ড নারায়নপুর বাইপাস সড়ক এলাকা থেকে গলায় দড়ি পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য এই বৃদ্ধের লাশ ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন এই বৃদ্ধ আত্মহত্যা করেছে।
Posted ৪:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম