
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | 100 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার(১১জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের সড়ক বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: নূরে আলম।
অভিযানে সড়ক বাজারের বিভিন্ন যায়গায় অবৈধভাবে মোটরসাইকেল ও অটোরিকশা পার্কিং করায় ১৫ জনকে বিভিন্ন অংকে নগদ ৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন,পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক বাজারটি যানযট মুক্ত রাখার জন্যেই এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে সড়ক বাজারে গাড়ি পার্কিং করায় মোটরসাইকেল ও অটোরিকশার ১৫ জন চালক কে জরিমানা আদায় করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
Posted ৫:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম