
রওনক ইসলাম | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | 146 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে দুই তরুণী আত্মহত্যা করেছে। রোববার(২৮ জানুয়ারি) সকালের দিকে পৌরসভার বড় বাজার ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পৌঁরসভার বড় বাজার এলাকার ভারাটিয়া সাগর মিয়ার মেয়ে সুফিয়া আক্তার(১৬) অন্যজন হলেন আখাউড়া দক্ষিন ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার ইউনুস মিয়ার মেয়ে শারমিন আক্তার(১৭)।
পরিবার সূত্রে জানাগেছে, নিহত দুই তরুণী পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে পরে স্থানীয়দের সহযোগিতায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জহির মিয়া মৃত্যু ঘোষণা করেন। তিনি জানান হাসপাতালে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।
আখাউড়া থানার ওসি(তদন্ত) শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদয় হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৫:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম