
রওনক ইসলাম | রবিবার, ০৯ মার্চ ২০২৫ | 300 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রশাসনের বাজার মনিটরিংয়ের আওতায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি করায় এক ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
রোববার (৯ই মার্চ) বিকেলে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, উপজেলার পৌর শহরের সড়ক বাজারের রাস্তায় ধুলাবালিযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে এক ব্যবসায়ি ইফতার বিক্রি করছিলেন। এসময় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই ব্যবসায়িকে দুই হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, রমজানে বাজারে কোন অনিয়ম চলবে না। কেউ চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম