
| সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | 335 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় “ তথ্য অধিকার সংকটে হাতিয়ার”সংকট কালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্তে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া,অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামশেদ শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন শফিক আলেয়া ,উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দীন বেগ সাপলু প্রমূখ। এ সময় উপজেলার শিক্ষক,মুক্তিযোদ্ধা,জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম