আখাউড়া প্রতিনিধি#
বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি স্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৯ পালিত হয়েছে।
আখাউড়া দুর্নীতি দমন কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসসার তাহমিনা আক্তার রেইনা।
মো:আমানউল্লাহ আমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম শাহজাদা খাদেম সভাপতি আখাউড়া দুর্নীতি প্রতিরোধ কমিটি,রসুল আহমেদ নিজামী অফিসার ইনচার্জ আখাউড়া থানা,শাহজাহান মিয়া প্রধান শিক্ষক জাহানারা হক মহিলা কলেজ আখাউড়া প্রমূখ।