
রওনক ইসলাম | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | 106 বার পঠিত | প্রিন্ট
আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের সামনে ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন-র্যালি ও উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভিন রুহির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)তাপস চক্রবর্তী,আখাউড়া ফায়ার সার্ভিসের (সহকারী) ইনচার্জ ইদ্রিস আলী,ফায়ার ফাইটার বিল্লাল মিয়া,কাসেম মিয়া, মিন্টু মিয়া প্রমূখ।
Posted ৮:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম