
| শনিবার, ০৩ জুলাই ২০২১ | 588 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নূর-এ আলমকে স্বাস্থ্যবিধি মেনে বদলিজনিত বিদায়ী সংর্বধনা দেওয়া হয়েছে।
আজ(৩রা জুলাই) শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী সংর্বধনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারণ সাম্পাদক মো: জালাল হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো: অমিত হাসান আবির, প্রচার সম্পাদক হাসান মাহমুদ পারভেজ, সাংবাদিক আনিসুর রহমান, আল-আমিন, ইসমাইল মিয়া, প্রমূখ।
মো:নূর-এ আলম আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অবস্থায় দায়িত্ব পালন কালে অনেক প্রশংসনীয় কাজ করেছে।
তিনি উপজেলার সকল মানুষের প্রশংসায় ভাসছেন। মো: নূর-এ আলম পদোন্নতি জনিত বদলি হয়ে লক্ষ্মীপুর জেলায় এডিসি হিসাবে যোগদান করবেন।
Posted ৭:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম