
| শুক্রবার, ২৯ জুন ২০১৮ | 1950 বার পঠিত | প্রিন্ট
সাইফ খান: আখাউড়ায় প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ জাকির হোসেন (২৪) ও রাসেদ মিয়া (২৬) নামে দুই শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় তাদেরকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আখাউড়া সদর হেড কোয়ার্টারের সদস্যরা আখাউড়া বাউতলা সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ জাকির ও রাসেদকে আটক করে। আটককৃত জাকির আখাউড়া বাউতলা গ্রামের জলিল মিয়ার পুত্র। আটককৃত রাসেদ একই গ্রামের আব্দুর রউফের পুত্র।
আজ শুক্রবার সকাল ১১টায় তাদেরকে আখাউড়া থানায় সোর্পদ করা হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমিন জানান, বিজিবির আটককৃত মাদক বিক্রেতাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক