
| শুক্রবার, ০৮ জুন ২০১৮ | 2156 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: আখাউড়ায় ৪ শত পিচ ইয়াবা এবং মাদক বিক্রির প্রায় ২ লক্ষ টাকাসহ ২ জন কে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা।
বিপুল পরিমান মাদক ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ডালিম ও সোহেলকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্প্রতিবার রাতে আখাউড়া মনিয়ন্দের ঘাগুটিয়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবি জানায়, বৃহস্প্রতিবার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘাগুটিয়া ফাড়ির বিজিবি সদস্যরা সীমান্তের ২০১৭ পিলার বরাবর মাদক বিরোধী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মো: ডালিম মিয়া (৩৭) ও সোহেল রানা (২৮)কে আটক করে। তাদেরকে তল্লাশী করে ৪০০ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা পাওয়া যায়। পরে আটককৃতদের আখাউড়া থানা পুলিশের নিকট সোর্পদ করে বিজিবি।
স্থানীয় সূত্রে জানাগেছে, ডালিম ও সোহেল রানা আখাউড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদেরকে আটক করতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে খোজছে।
ঘাগুটিয়া বিজিবি ফাড়ির হাবিলদার মো:ওসমান গণি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের মামলা হয়েছে।
Posted ৮:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক