
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ মার্চ ২০২৫ | 223 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ মার্চ) বিকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারী ও মসজিদ কমিটির যৌথ উদ্যোগে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. হিমেল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া, বিশেষ অতিথি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ডা. মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ডা. মোঃ জহিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম