
| মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ | 582 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া ১০৮ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন “অাত্মীয়”।
অাজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ১৭ টি দলে ভাগ হয়ে এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, ২ কেজি অালু,১ কেজি তেল,অাধা কেজি ডাল এবং একটি এন্টিসেপ্টিক সাবান।
এসময় সিনিয়র সাংবাদিক দুলাল ঘোষ, শিক্ষক নেতা মৌসুমী অাক্তার,অাত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী, অাত্মীয় সদস্য ও ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, অাত্মীয় সমন্বয়ক শেখ দীপু, এমঅারঅাই রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।
অাত্মীয়ের প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী জানান, অাত্মীয় সামাজিক দায়বদ্ধতা থেকেই রক্তদানসহ নানা সামাজিক কর্মকান্ড করে থাকেন। এর ধারাবাহিকতায় শুধু মাত্র সদস্যদের চাঁদায় করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের অাজ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। দেশের পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম চলমান থাকবে।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম