
| শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | 412 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি
করোনা পরিস্থিতির বিবেচনা করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ‘চাঁনপুর ফুটবল টুর্নামেন্ট’ এর আজ শুক্রবারের(২০ নভেম্বর ) ফাইনাল খেলা স্থগিত করা হয়েছে।উপজেলা প্রশাসন ও খেলা পরিচালনা কমিটি সূত্র খেলা স্থগিত করার তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় দুটি দল ফাইনালে উঠায় এতে কমপক্ষে হাজার দশেক দর্শক উপস্থিত হওয়ার সম্ভাবনা ছিলো। সেখানে স্বাস্থ্যবিধি মানা কঠিন হয়ে পড়তো। খেলাটি স্থগিত করায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি জেলার অন্য জায়গায় চলতে থাকা দর্শক সমাগমের খেলা বিষয়ে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক মাস ধরে আখাউড়ার চাঁনপুর মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে। সময়ের সঙ্গে এতে দর্শক বাড়তে থাকে। ফাইনালে উঠে আখাউড়ার রাধানগরের কলেজ পাড়া একাদশ ও দুর্গাপুরের শেরে বাংলা স্পোটিং ক্লাব। শুক্রবার সকালে মাইকিং করে জানানো হয় করোনার বর্তমান পরিস্থিতির কারণে প্রশাসনের নির্দেশে খেলাটি স্থগিত করা হয়েছে। দর্শক যেন মাঠে না যান সেই আহবানও জানানো হয়েছে।
Posted ৮:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম