
| সোমবার, ০৬ জুলাই ২০২০ | 900 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জহিরুল ইসলাম (৭০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ১২টায় আখাউড়া ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার একই পরিবারে আক্রান্তের ৩ জনের মধ্যে তিনি একজন মৃত জহিরুল ইসলামের ছেলে নাজমুল হক জানায়, গতকাল রোববার তার পিতা জহিরুল হকসহ তার পরিবারের ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। একদিন পর আজ সোমবার দুপুর ১২টায় তার বাবার মৃত্যু হয়। বাদ আছর উপজেলা প্রশাসনের কাফেলা তার বাবার লাশ দাফন সম্পন্ন করবেন বলেও তিনি জানান।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম