
| বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | 565 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে আখাউড়া থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকালে লিফলেট বিতরণ,থানার সামনে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থানায় আগত জনগণ সহ সকল পুলিশকে হাত ধোয়ার পরামর্শ প্রদান করা হয়।
বিকালে খরমপুর মাজার শরীফে জনসমাগম সীমিত রাখার লক্ষ্যে গান-বাদ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। তাছাড়া শুভেচ্ছা বিনিময়ের সময় হ্যান্ডশেক ও আলিঙ্গন করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।
আখাউড়ায় ১৮৭৯ জন প্রবাসী দেশে আসার পর তাদের হোম কোয়ারেন্টাইনের আদেশ পালন করছে কিনা তার তদারকি সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী।
Posted ২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম